20 / 100

Heaven or hell bengaliHeaven-or-hell-bengali-page-21

Download PDF Tracts

তোমাকে স্বর্গ অথবা নরকের মধ্যে নির্বাচন করতে হবে

তুমি কোনটি নির্বাচন করবে? কোথায় তুমি তোমার অনন্তকাল কাটাবে?

তোমার সিদ্ধান্ত নেওয়ার পূর্বে, অনুগ্রহ করে নিম্নলিখিত সত্যগুলি বিবেচনা করে দেখুনঃ

  1. প্রত্যেকটি মানুষেরই মৃত্যু এবং ঈশ্বরের সাথে একটি সাক্ষাৎ থাকে। “মানুষের জন্য একবার মৃত্যু, এবং মৃত্যুর পর তার বিচার হয়” ইব্রীয় 9:27
  2. প্রত্যেকটি মানুষই জন্মগতভাবে পাপী হয়, পাপের মধ্যেই জন্মায়, প্রথম মানব, আদমের কাছে থেকে উত্তরাধিকার সূত্রে পায়, যে ঈশ্বরের বিরুদ্ধে পাপাচার করেছিল। “আমি পাপের মধ্যে দিয়ে জন্মেছিলামঃ এবং পাপের মধ্যেই আমার মা আমায় গর্ভে ধারণ করেছিলেন।” গীতসংহিতা 51:5

“একজনের মধ্য দিয়ে যেমন পৃথিবীতে পাপ এসেছিল, তেমনই পাপের সাথে এসেছে মৃত্যু; সকল মানুষ পাপ করেছে, আর পাপ করার জন্যই সকলের কাছে মৃত্যু এল।” রোমীয় 5:12

  1. অতএব, মানুষ তার পাপের কারনেই শয়তানের গোলাম। “যে পাপ করে চলে সেই পাপের দাস… দিয়াবল তোমাদের পিতা এবং তোমরা তার পুত্র, এবং তোমরা তোমাদের পিটার ইচ্ছাই পূর্ণ করতে চাও।” যোহন 8:34,44
  2. কোন মানুষই অব্যাহতি পেতে পারে না ভালো কাজ, শপথ, প্রতিশ্রুতি ব্যবহার করে, অথবা সমগ্র বিশ্বের মানুষের দ্বারা সৃষ্ট দর্শন বা ধর্ম ব্যবহার করে। সে একজন গোলাম, এবং নিজেকে মুক্ত করতে পারবে না। “কোন লোকেরা বন্ধু তোমাকে বাঁচাতে পারবে না, লোকেরা ঈশ্বরকে উৎকোচ দিতে পারে না, নিজের জীবনকে কিনে ফেলার মতো যথেষ্ট টাকা একটা মানুষ কখনোই পাবে না।” গীতসংহিতা 49:7,8
  3. ঈশ্বরের চূড়ান্ত বিচারে আগুনের হ্রদে সমস্ত পাপীদের অনন্ত শাস্তি ভোগ করতে হবেঃ কারণ ঈশ্বর পবিত্র এবং কোন অশুচিই তাঁর উপস্থিতিকে অপবিত্র করতে পারেনা। “কারণ পাপ যে মজুরি দেয়, সেই মজুরি হল মৃত্যু।” রোমীয় 6:23

যদিও সমস্ত মানুষ শয়তানের পাপী এবং ক্রীতদাস, ঈশ্বর তাঁর অনুপম প্রেমে সমস্ত নির্বাচনের জন্য একটি অব্যাহতি তৈরি করেছেন নিম্নলিখিত উপায়ে বিশ্বাস করতে এবং আস্থা রাখতেঃ

  1. অনুভব কর যে তুমি তুমি একজন পাপী এবং সেগুলি যীশুর কাছে স্বীকার করে তোমার পাপের জন্য মন-ফিরিয়ে নাও। “তাই তোমরা মন-ফিরিয়ে নাও, ঈশ্বরের কাছে ফিরে এসো, যেন তোমাদের পাপ মুছু দেওয়া হয়।” প্রেরিতদের কার্য-বিবরণ 3:19

“আমরা যদি নিজেদের পাপ স্বীকার করি, বিশ্বস্ত ও ধার্মিক ঈশ্বর আমাদের সমস্ত পাপ ক্ষমা করবেন ও সকল অধার্মিকতা হতে আমাদের শুচি করবেন।” 1 যোহন 1:9

  1. যীশুর নামে আহ্বান করে তোমার পরিত্রাণের জন্য সুসমাচারে বিশ্বাস রাখো।

“কিন্তু আমরা যখন পাপী ছিলাম খ্রীষ্ট তখনও আমাদের জন্য প্রাণ দিলেন, আর এইভাবে ঈশ্বর দেখালেন যে তিনি আমাদের ভালোবাসেন।” রোমীয় 5:8

  1. জল দ্বারা বাপ্তাইজ হও, কারণ যদিও তোমার সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হবে যখন তুমি বিশ্বাস করবে, এখনও পাপের প্রকৃতিতে “বৃদ্ধ মানুষ” কে মরতে হয় এবং তাকে কবর দেওয়া হয় যাতে তুমি একটি সম্পূর্ণ নতুন জীবন যাপন করতে পার। “বাপ্তাইজ হওয়াতে আমরা খ্রীষ্টের সঙ্গে তাঁর মৃত্যুতে সমাহিত হয়েছিলাম।” রোমীয় 6:4
  2. এরপরে, তুমি পবিত্র আত্মার বাপ্তিজম গ্রহণ করতে পার (নতুন ভাষাতে কথা বলতে প্রমাণের সঙ্গে)। যেহেতু তুমি শয়তানকে পাপের সেবা করার জন্য তার শক্তিতে শক্তিশালী হয়েছ, তাই ঈশ্বর তোমাকে পবিত্র আত্মার মধ্য দিয়ে তাঁকে সেবা করার জন্য ন্যায় ও বিশুদ্ধতার সাথে শক্তিশালী করবেন।

“কিন্তু যখন পবিত্র আত্মা তোমাদের কাছে আসবেন, তখন তোমরা শক্তি পাবেঃ আর তোমরা আমার সাক্ষী হবে…” প্রেরিতদের কার্য-বিবরণ 1:8

সিদ্ধান্ত আপনার

নরকঃ

আমি বেছে নিচ্ছি আমার পাপের মধ্যে অবিরত শয়তানের ক্রমাগত ভজনা

আমি ঈশ্বরের প্রেম এবং আমার জন্য যে তাঁর দ্বারা নির্ধারিত মুক্তি প্রত্যাখ্যান করছি

অতএব আমি কোনোরকম পলায়ন ছাড়াই নরকে অনন্তকাল কাটাতে সিদ্ধান্ত নিচ্ছি

“তোমরা আমার কাছ থেকে দূর হও, শয়তান ও তার দূতদের জন্য যে ভয়াবহ আগুন প্রস্তুত করা হয়েছে, তার মধ্যে গিয়ে পড়।” মথি 25:41

স্বর্গঃ

আমি শয়তান এবং শয়তানের দাসত্ব থেকে অব্যাহতি নির্বাচন করছি, ঈশ্বর আমার জন্য যে মুক্তি নির্ধারণ করেছেন তাতে বিশ্বাস করে যা শুধুমাত্র প্রভু যীশু খ্রীষ্টের কাছেই আছে

আমি ন্যায়পরায়ণতার সঙ্গে এক পবিত্র ঈশ্বরকে মান্য এবং সেবা করতে চাই

আমি ঈশ্বরের প্রতিশ্রুতি অনুযায়ী, তাঁর পবিত্র শহরে ঈশ্বরের সঙ্গেই সমস্ত অনন্তকালের জন্য থাকতে দৃঢ়প্রতিজ্ঞ

“বেশ! তুমি উত্তম ও বিশ্বস্ত দাস… এসো তুমি তোমার মনিবের আনন্দের সহভাগী হও।” মথি 25:23

 

You can find equivalent English tract @

Heaven or hell