9 / 100

Parable-of-the-kingdom-bengali1

Download PDF Tracts

রাজত্বের নীতিগর্ভ রূপক

“..,   স্বর্গরাজ্য একটি জালের মতো যা হ্রদের মধ্যে পাতা থাকে এবং সব ধরণের মাছ ধরা হয়।

যখন এটি ভর্তি হয়ে যায়, জেলেরা এটিকে টেনে ডাঙায় তুলে নিয়ে আসে। তারপর তারা বসে বাছাই করে আর ভালো মাছগুলো ঝুড়িতে রেখে দিয়ে খারাপ মাছগুলো ছুড়ে ফেলে দেয়।

ঠিক সেই একইরকমভাবে জীবন শেষেও এমনটাই হবে। স্বর্গদূতরা আসবে এবং ধার্মিকদের থেকে দুষ্টদের আলাদা করবে অগ্নিসদৃশ চুল্লিতে তাদের নিক্ষেপ করবে, যেখানে তারা কাঁদতে থাকবে এবং দাঁতে দাঁত ঘষতে থাকবে।

“তোমরা কি এসব কথা বুঝলে? যীশু জিজ্ঞাসা করলেন।”…” … মথি13: 47-51

 

“উদ্ধার পেতে হলে আমাকে কি করতে হবে?” প্রেরিতদের কার্য-বিবরণ 16: 30

  1. অনুতপ্ত হও এবং সুসমাচারে বিশ্বাস করো
  2. “সময় এসে গেছে,” তিনি বললেন। “ঈশ্বরের রাজ্য খুব কাছে। তোমরা পাপের পথ থেকে মন ফিরাও এবং ঈশ্বরের সুসমাচারে বিশ্বাস করো।” মার্ক 1: 15
  3. তোমার পালনকর্তা এবং পরিত্রাতা হিসেবে যীশুকে বিশ্বাস করো

কিন্তু কিছু লোক তাঁকে গ্রহণ করলো এবং বিশ্বাস করলো, যারা বিশ্বাস করলো তাদের সকলকে তিনি ঈশ্বরের সন্তান হবার অধিকার দান করলেন। যোহন 1: 12

  1. যীশুর সম্মুখে তোমার পাপ স্বীকার করো
  2. আমরা যদি নিজেদের পাপ স্বীকার করি, বিশ্বস্ত ও ধার্মিক ঈশ্বর আমাদের সমস্ত পাপ ক্ষমা করবেন ও সকল অধার্মিকতা থেকে আমাদের শুচি করবেন। 1 যোহন 1: 9
  3. জল ও পবিত্র আত্মার বাপ্তিজম স্বীকার করো
  4. “মন ফিরাও, এবং প্রত্যেকে পাপের ক্ষমার জন্য যীশু খ্রীষ্টের নামে বাপ্তাইজ হও, তাহলে তোমরা দানরূপে পবিত্র আত্মা পাবে।” প্রেরিতদের কার্য-বিবরণ 2 : 38
  5. সুসমাচার প্রচার করো
  6.    সিদ্ধান্ত তোমার!!!
  7. তুমি যদি আমার আদেশ পালন করো তুমি বাঁচবে;… হিতোপদেশ 7: 2

“ওইটি তোমার কথা ছিল…” “..তোমাকে নিজেকেই তা উচ্চারণ করতে হবে।” 1 রাজাবলি 20: 40

 

You can find equivalent English tract @

Parable of the Kingdom